
Fire Dekha
Share:
Listens: 2265
About
রবীন্দ্রজয়ন্তী' - এটা শুধু একটা শব্দ নয় - এটা যেকোনো বয়সের বাঙালিদের কাছেই একটা emotion। কথায় যে আছে - বাঙালিদের নাকি 'বারো মাসে তেরো পার্বণ', সেটা কিন্তু রবীন্দ্রজয়ন্তী কে বাদ দিয়ে নয়। । রবি ঠাকুর বাঙালির definition । রবীন্দ্রনাথ কে বাদ দিলে বাঙালি অসম্পূর্ণ। রবীন্দ্রনাথ, পৃথিবীর কাছে বাঙালির সম্মান-প্রাপ্তির কারণ। শুধু নোবেল পুরস্কার বা অন্যান্য সম্মানের জন্যই তিনি অদ্বিতীয় নন, বাঙালির মননও তিনিই করেছেন তাঁর লেখার মধ্য দিয়ে, যা আমাদের আজও সমৃদ্ধ করে চলেছে। তাঁর লেখা গান আজও আমাদের হৃদয়ে ধ্বনিত হয়ে চলে, সেই সুরের রেশ রেখে যায়। তাই তিনি আমাদের কাছে 'গুরুদেব' বলেও পরিচিত। রবীন্দ্রনাথ ও রবীন্দ্রজয়ন্তী হল বাঙালি জাতির এক অভ্যন্তরীণ অস্মিতা। রবি ঠাকুর অমর। অনন্য। তাই 'গুরুদেব'-এর ১৬০ তম জন্মবার্ষিকীতে, আমাদের 7_feelings-এর তরফ থেকে রবি ঠাকুরের প্রতি সামান্য শ্রদ্ধাঞ্জলি রইল ।