UPI , Virat Kohli and 123

Share:

Listens: 0

Digital Safety (Bengali Podcast)

Technology


রুদ্ধশ্বাস ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ। শেষ বল অব্দি টানটান উত্তেজনা এবং চার উইকেটে ভারতের জয়। ভারত, পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপে হারাবে; এটা বড় কথা নয়। বড় কথা হল, দীপাবলির আগের দিন, বিরাট কোহলি, ব্যাট করছিলেন যখন, ম্যাচের শেষদিকে, সারা দেশ কেনাকাটা বন্ধ করে টিভিতে ম্যাচ দেখতে ব্যস্ত হয়ে গেছিল। এবং এতটাই ব্যস্ত হয়ে গেছিল, যে UPI transaction বিপুলভাবে কমে যায় বলে খবর করেছে ইকোনমিক টাইমস সহ সমস্ত বড় খবরের কাগজ। UPI এখন এতটাই পাওয়ারফুল, যে দেশ চলছে কি চলছে না সেটা UPI দিয়েই বুঝছি আমরা।  এতটা শুনে কি ভাবছেন, আবার UPI ? টপিক কি কম পড়েছে ? তা নয়, টপিক অনন্ত। কিন্তু আগেও বলেছি - UPI is very very close to my heart. নতুন কিছু এক্সসাইটিং হলে খুব ভালো লাগে।  সেটা নিয়ে আরো জানতে ইচ্ছে করে। UPI Lite নিয়ে এপিসোড হয়ে গেছে। আজ UPI এর নতুন ফিচার যার সাহায্যে ফিচার ফোন দিয়েও UPI করা যাবে। আরও কিছু বেশি মানুষ UPI করতে পারবেন।  নমস্কার আমি সৃজন। ডিজিটাল সেফটি সিজন টু এপিসোড থ্রীতে আজ UPI ওয়ান টু থ্রি।  UPI এখনো অব্দি আমরা মূলত স্মার্টফোনেই ব্যবহার করেছি। ফিচার ফোন বা যাকে আমরা চলতি বাংলায় পাতি ফোন কিম্বা বোতাম টেপা ফোন বলে থাকি, সেই ফোনে UPI খুব একটা ব্যবহার করার ব্যবস্থা ছিল না। ‘খুব একটা’ যোগ করতে হয়েছে কারন এর আগে ষ্টার নাইন নাইন হ্যাস ডায়াল করে, এই পাতি ফোন থেকে ও UPI করা যেত।  সমস্যা হল এইভাবে USSD দিয়ে UPI করতে গেলে প্রতিবার পঞ্চাশ পয়সা চার্জ লাগে। আর আমাদের দেশ, কস্ট সেনসেটিভ , আমাদের সব কিছু ফ্রিতে চাই।  তার উপর যে লোকটা স্মার্ট ফোন কিনে উঠতে পারে নি , তার কাছে প্রতিবার পঞ্চাশ পয়সা খরচা করে UPI করা এক রকম বিলাসিতা। আজ ও *99# ডায়াল করে UPI করা যায়, কিন্তু একেবারেই জনপ্রিয়তা পায় নি এটা ।  NPCI একটা জিনিস আমার দারুন লাগে , কোন একটা আইডিয়া ফেল করে গেলে আবার কোন ইনোভেশন নিয়ে এসে, আবার নতুন করে attempt করা হয়। ফিচার ফোন ইউজারের সংখ্যা ধীরে ধীরে কমলেও, লোয়ার ইনকাম গ্রূপের একটা বড় অংশ আজও এর উপরেই ডিপেন্ড করে থাকে। ফলে RBI এবং NPCI দুজনেই মনে করেছে এনাদের ও UPI এর সুবিধা পাওয়া উচিৎ। তো এই ভাবনা চিন্তারই রেজাল্ট UPI123, যার সাহায্যে স্মার্ট ফোন ছাড়াও দিব্বি UPI করা যাবে।  UPI123 থেকে UPI এর আর্কিটেকচারে মেজর চেঞ্জ যেটা আসলো সেটা হল সার্ভার সাইড কমন লাইব্রেরি। এটা বুঝতে গেলে আগে একটু জানতে হবে কমন লাইব্রেরি কি জিনিস। গুগল পে , ফোনপে বা অন্য কোন UPI App দিয়ে পেমেন্ট করার সময় খেয়াল করেছেন কি প্রথম পিন সেট করা হোক বা প্রতিবার পিন দেওয়ার সময়ই হোক, এই সিকিওর্ড জিনিস গুলো যে যে স্ক্রিনে এন্ট্রি করা হয়, সব কটা এক দেখতে ! আসলে এরা এক দেখতে নয়, একই এবং এটাই কমন লাইব্রেরি বলে।  এটা NPCI র বানানো একটা প্রোগ্রাম, এটাই সবাই নিজের নিজের app এ ব্যবহার করে।  ফলে NPCI নিজেই পিনের সুরক্ষার দ্বায়িত্ত্ব নিচ্ছে এখানে। এতদিন এই কমন লাইব্রেরি ক্লায়েন্ট সাইড অর্থাৎ ফোনে থাকতো। এবার সেটা সার্ভার সাইডেও হচ্ছে, নতুন নতুন ইনোভেশনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। নিয়ার ফিউচারেই alexa , siri বা গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়েও UPI চালু হয়ে গেলে আমি অন্তত অবাক হব না। ভবিষ্যতে কি হল সেটা ভবিষ্যতে দেখা যাবে, আপাতত এখন কি কি হল সেটাই বলি।  UPI123 তে আপাতত চারটে জিনিস চালু হল - App-based Functionality: আমরা যারা পুরোনো নোকিয়া বা অন্য কোন বোতাম টেপা ফোন use করেছি, আমাদের মনে থাকবে এই ফোন গুলোতেও ছোট ছোট app হয়।  সেই টেকনোলজি  ব্যবহার করে ফিচার ফোনের নতুন UPI app চালু হবে শিগগিরই। এখানে অবশ্য কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে না , এরকম টুকটাক দু একটা ড্র ব্যাক ছাড়া বাকি প্রায় সব সুবিধাই থাকবে’ Interactive Voice Response (IVR): এই মেথডে নির্ধারিত নাম্বারে ফোন করতে হবে, সেখানে ওই কাস্টমার কেয়ারে ফোন করলে যেমন হয় আর কি , এটার জন্য এক টিপুন , ওটার জন্য দুই টিপুন…. এভাবে যেমন যেমন বলবে সেটা ফলো করে UPI transaction করা যাবে বলে বলা হয়েছে NPCI ওয়েবসাইটে। অন্যের মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠানো যাবে সেটা বুঝলাম, VPA দিয়ে পাঠানো যাবে কি ? আমি NPCI ওয়েবসাইটে পেলাম না। বোতাম টেপা ফোনে @ দেওয়া খুব একটা সহজ কাজ হবে কি ? জানি না।  Missed Call: NPCI ওয়েবসাইট পড়ে আমি যে টুকু বুঝলাম, বিশেষ নাম্বারে মিসড কল দিলে, ফোন আসবে। তারপর IVR এর মতনই প্রসেস  Proximity sound-based payments: টোন ট্যাগ এই কোম্পানি আর NPCI মিলে বানিয়েছে এই সুবিধা। ফোনের থেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে শব্দ বেরোবে,দোকানদারের কাছে সেই শব্দের রিসিভার থাকলে, একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারবে, পেমেন্ট করা সম্ভব হবে। কিউ আর কোডের বিকল্প হিসাবে এটা কাজ করতে পারবে।