UPI Lite , New feature from NPCI

Share:

Digital Safety (Bengali Podcast)

Technology


UPI Lite , New feature from NPCI গত সপ্তাহে দুটো বড় ঘটনা ঘটল, Digital Safety পডকাস্ট জিতে নিলো esho podcast sikhi প্রতিযোগিতায় প্রথম স্থান আর UPI Lite লঞ্চ করলো NPCI । UPI এর এত বড় খবর, স্বাভাবিক ভাবেই whatsapp , linkedin , facebook এ বারবার আসবে আমার কাছে। ভাবলাম একটু খোঁজ নেয়া যাক জিনিসটা কি। যা দেখলাম excitement control করা কঠিন হয়ে গেল আমার কাছে। সেই উত্তেজনাই আপনার সাথে ভাগ করে নেব আজ।  নমস্কার আমি সৃজন।  ডিজিটাল সেফটি পডকাস্টে আজ কথা হবে UPI লাইট নিয়ে।   শেষ কয়েকটা এপিসোড ধরেই বলছি , ডিজিটাল সেফটি সিজন ওয়ান শেষ হবে এবার। তারপর আসবে সিজন টু। সিজন টু তে সেফটি ছাড়াও , শুধু ডিজিটাল নিয়েও অনেক এপিসোড হবে , যেখানে থাকবে তথ্য নির্ভর আলোচনা , কোন রকম সতর্কবাণী ছাড়াই। এই এপিসোড শুনলে বুঝতে পারবেন, সেগুলো কিরকম হতে পারে। আজ এই স্পেশাল এপিসোড সিজন টু এর এক ঝলক বলেই ভাবতে পারেন ।  ডিজিটাল সেফটি পডকাস্টে আড়াইখানা এপিসোড হয়েছে UPI নিয়ে , দুটো পুরো আর রেকারিং পেমেন্টের অর্ধেকটা। সেগুলো না শুনে থাকলে , এই এপিসোড থামিয়ে ওই তিনটে এপিসোড , অন্তত UPI এর এপিসোড দুটো শুনে তারপর শুরু করুন , বুঝতে সুবিধা হবে।   আমরা জানি, একটা UPI transaction হওয়ার জন্য maximum চারটে ব্যাঙ্ক ইনভল্ভ হতে পারে। যে টাকা পাঠাচ্ছে তার একাউন্ট যে ব্যাংকে সেটা  VPA অর্থাৎ ভার্চুয়াল পেমেন্ট address যে ব্যাঙ্কের সেই ব্যাঙ্ক  যে টাকা পাচ্ছে অথবা যে মার্চেন্ট টাকা পাচ্ছে তার VPA যে ব্যাংকের , সেই ব্যাংক  যে টাকা পাচ্ছে অথবা যে মার্চেন্ট টাকা পাচ্ছে তার একাউন্ট যে ব্যাংকে, সেই ব্যাংক  এই চারটি ব্যাংক আলাদা আলাদা ব্যাংক হতে পারে , এবং অনেক সময়েই এরা আলাদা ব্যাংকই হয়।  এরা  ছাড়াও NPCI তো আছেই।  একটা ট্রানসাকশান এর সময় প্রথম ব্যাংক থেকে টাকা কাটা যায় এবং চতুর্থ ব্যাংকে টাকা পৌঁছায়, মাঝখানে আরও দুটো ব্যাংক এবং NPCI আছে। এর বেশি টেকনিক্যাল কচকচানিতে যাবো না। পুরো প্রসেসটায় NPCI দেখেছে failure সব থেকে বেশি হয়, যে ব্যাংকের থেকে টাকা কাটা যাচ্ছে, সেখানে। সিস্টেমের প্রবলেম বা একাউন্টে টাকা না থাকার জন্য । UPI লাইট এসে সেই জায়গাটাকেই ঠিক করল।   এবং এটা করা হল small ticket size অর্থাৎ ছোট amount এর transaction এর জন্য । UPI Lite দিয়ে একবারে কেবল মাত্র 200 টাকা অব্দি দেওয়া যাবে, আর সারা দিনে 2000 এর বেশি দেওয়া যাবে না। 200 কেন ? কারন প্রায় 50% মতন transaction হয় 200 টাকার নীচে । এই নতুন পদক্ষেপের ফলে transaction failure হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। UPI লাইট আর পকেটে রাখা ক্যাশের বিশেষ কিছু ফারাক নেই। UPI Lite এ এই যে নতুন জিনিস চালু করা হল, সেটাকে on device balance বলা হচ্ছে। পাতি বাংলায় বললে ফোনে এই ব্যালেন্স থাকবে। এটা পেটিয়েম বা ফোনপের ওয়ালেটের মতনই একটা জিনিস। ব্যাংক একাউন্ট থেকে এখানে টাকা লোড করতে হবে , পেমেন্ট করার সময় ২০০ টাকার নিচে হলে এই on device balance থেকে টাকা কাটা যাবে , ফলে , ব্যাঙ্কের পাশবই বা স্টেটমেন্টে এই সব ট্রানসাকশান আসবে না।  মজার ব্যাপার হল , UPI লাইটে UPI পিন ও লাগবে না। শুধু UPI QR স্ক্যান করেই পেমেন্ট করা যাবে।  আমাদের পার্সে ক্যাশ টাকা থাকলেও এটাই হবে, পাশবইতে একগাদা এন্ট্রি হবে না , টাকা দেওয়ার সময় UPI পিন লাগবে না। তবে App Password দিতে হবে app খুলতে হলে , আর এটা অন্য কেউ জেনে গেলে, আর তার হাতে ফোন পড়লে সে এই টাকা ব্যবহার করতে পারে , ঠিক যেমন আমার পার্স অন্য কারো হাতে গেলে সে সেখান থেকে টাকা নিয়ে নিতে পারে।  তবে একটা জিনিস , বেশ কয়েকটা সাইটে দেখলাম বা ইন্সটা রিলে রাজীব মাখনিকে বলতে শুনলাম UPI লাইট ইন্টারনেট ছাড়াই কাজ করবে , সেটা ঠিক না।  সেটার জন্য অন্য প্রোডাক্ট UPI123 । সেটা নিয়ে অন্য কোনো দিন কথা হবে।  এই পডকাস্ট, স্পটিফাই ,গুগল পডকাস্ট, Apple পডকাস্ট , স্টিচার , গানা ,amazon prime music, audible সহ সমস্ত leading পডকাস্ট প্লাটফর্মে শোনা যাচ্ছে। এবং, এখন ইউটিউবেও শোনা যাচ্ছে।  আপাতত আর দুটো এপিসোডের পর সিজন ওয়ান শেষ করব। তারপর কয়েকদিনের ব্রেক নিয়ে সিজন টু শুরু হবে, একটু অন্যভাবে, যার এক ঝলক দেখলাম আমরা আজ এই এপিসোডে।  আপনার কোনো সাজেশন আছে কিভাবে এই পডকাস্ট আরো ভালো করা যায় ? জানান আমাকে।  সোশ্যাল মিডিয়ায় সৃজন কুন্ডু বা ডিজিটাল সেফটি যে কোন প্রোফাইলে জানাতে পারেন নির্দ্বিধায়।  RBI এর একটা দরকারি সার্কুলার নিয়ে কথা বলার কথা আছে এই সপ্তায় , চেষ্টা করব এই সপ্তাতেই করার,  সেটা না হলে কথা হবে পুজোর পরে ।  ততক্ষন, পাশে থাকবেন, ভালো থাকবেন আর অতি অবশ্যই সতর্ক থাকবেন।  ধন্যবাদ।