Fiction
বৈভব ছুঁড়ে ফেলা একজন গেরিলা ডাক্তারের রোমান্টিক জীবন ও মৃত্যু, এভাবেই বিশ্বজুড়ে প্রতিনিয়ত জন্ম দিয়ে যাচ্ছে নতুন বিপ্লবের। না হলে মৃত্যুর ৫৫ বছর পরেও কেন বিশ্বের কোনে কোনে, যুবক যুবতীদের বুকে বুকে ঘুরে বেড়ান চে গেভারা! কেন যুবক যুবতীরা দায়িত্ব নিয়ে বাঁচিয়ে রাখেন আমেরিকার চক্ষুশূল মানুষটিকে! আসলে চে গেভারা ঘুমান না, ঘুমোতে দেন না। একজন কবরে ঘুমান,আর জেগে ওঠেন হাজার হাজার এর্নেস্তো চে গেভারা।