| The New Catacomb | Sir Arthur Conan Doyle | Creative Musketeers | #suspense #audiostory

Share:

Creative Musketeers

Music


রোম শহরের দুই প্রত্নতাত্ত্বিক জুলিয়াস বার্গার ও কেনেডি। দুজনে দুজনের প্রতিদ্বন্দ্বী ও বন্ধু| বার্গার এসেছে কেনেডির বাড়িতে বেশ কিছু পুরোনো জিনিস নিয়ে, যা কিনা সে পেয়েছে তার আবিষ্কৃত একটি ভূগর্ভের গুহা থেকে।কিন্তু প্রতিদ্বন্দ্বী হওয়ার দরুন সে সেই গুহার ঠিকানা জানতে দিতে চায় না।শেষমেশ অনেক কাকুতিমিনতির পর কেনেডির জীবনের একটি গোপন খবরের বিনিময়ে বার্গার তাকে সেই গুহায় নিয়ে যেতে রাজি হয়।কি হয় তারপর?কি ই বা আছে সেই গুহায়?
জানতে হলে শুনতে হবে স্যার আর্থার কোনান ডয়েল রচিত গল্প 'The New Catacomb'