" ঠাকুর প্রণাম"

Share:

Listens: 0

Icche Uran ||ইচ্ছে উড়ান

Fiction


বৈশাখ পয়লায়, তারপর নেই মনে, তবু বৈশাখ রয়ে যায় ২৫ শের স্মরণে! আজ বৈশাখের ২৫কে সাথে নিয়ে তাই "ইচ্ছে উড়ান" চলে এসেছে তোমার সাথে ঠাকুরের জন্মদিবসে। আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুর, খুশির ঠাকুর, দুঃখের ঠাকুর, ঠাকুরের সব রকম রূপের আবেগঘন চেতনার জন্মদিন আজ। বড়ো সহজ, সাবলীল তাঁর মানবীয় সত্তায় ঐশ্বরিক বিচরণ। কয়েকদিন আগেই গৌতম বুদ্ধের জন্মদিবস পেরিয়ে এসেছি আমরা। গৌতম বুদ্ধকে কবি সৃষ্টিতে বহুমাত্রিক স্মরণ করেছেন।১৯৩৭ সালে জাপান আক্রমণ করে চীন। জাপানী সেনারা যুদ্ধযাত্রার পূর্বে বুদ্ধ মূর্তির কাছে জয় প্রার্থনা করে, তাদের এই আক্রমণ ও জয়ের জন্য অহিংসার প্রতিমূর্তি গৌতম বুদ্ধের ব্যবহার কবিকে ব্যাথিত ও মর্মাহত করে তাই তিনি "বুদ্ধভক্তি" কবিতায় তীব্র বিদ্রূপবান নিক্ষেপ করেন। আজও ঈশ্বরকে সামনে রেখে চলে উন্মত্ততা, বর্বরতা! তাই কবির জন্মদিনে কবিতা পাঠ "বুদ্ধভক্তি" আর কেমন লাগলো জানাতে পারো mail করে,somapal 957@gmail.com এ। এই bengali podcast টি শোনা যায় spotify সহ সকল audible platfom (apple podcast, google podcast, amazon music, hubhopper )গুলিতে | শুনতে থাকো, শোনাতে থাকো যখন খুশি, যেখানে খুশি আর ভালো লাগলে share করতে পার তোমার প্রিয়জনকে | আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি, spotify তে গিয়ে আমার চ্যানেল "icche Uran"(ইচ্ছে উড়ান) search করে নামের পাশে থাকা bell icon press করে রাখো নতুন এপিসোডের notification পেতে আর দিয়ে দাও তোমার মনের মতো rating star press করে ।