Fiction
Visit our channel:- https://youtube.com/@rahasyeraandhakare
বৃষ্টিস্নাত এক মনমরা দিনে লেখক বিভূতি নিজের ঘরের জানলার পাশে দাঁড়িয়েছিলেন। এই আবহাওয়ায় তারানাথের গুরু গম্ভীর গলায় দর্শন মাখা অভিজ্ঞতার গল্প শোনার সাধ জাগে তার মনে। ঠিক এমন সময় উপস্থিত হয় কিশোরী এবং জানায় তাদের দুজনের তারানাথের মটলেনের বাড়িতে নেমন্তন্ন আছে। ঝর-জল-কাদা পেরিয়ে ছাতা মাথায় দুজনে উপস্থিত হয় তারানাথের বাড়িতে।
ঘরে প্রবেশের পর চা পর্ব শেষ হলে কিশোরী সংবাদপত্রে প্রকাশিত একটি ঘটনা নিয়ে আলোচনা শুরু করে। এইসব শুনে তারানাথ তার জীবনে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা বলতে শুরু করে।
কী ছিল সেই গল্প??
এই নিয়ে আমাদের গল্প লেখক তন্ময় নন্দীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প “রক্ত পিশাচিনীর ভোগ”।
Starring:-
সুত্রধার:- পার্থপ্রতিম
গল্পপাঠে:- ব্রতদীপ, জয়দীপ, আসঞ্জন, স্বাগতম, রুমা, দিব্যেন্দু, শিউলি, সুমিত, পিনাকী, সায়ন্তন, ইন্দ্রজিৎ, রাজদীপ, দূর্বা শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক:- কন্ঠ প্রচ্ছদ:- কৃষ্ণেন্দু পরিচালনায় ও পরিকল্পনায়:- পার্থপ্রতিম