Swapne Dekha Rajputra , Story - Rajib Pathak | Srijaner Podaboli | Storytelling - Srijan Kundu

Share:

Srijaner Podaboli (Bengali Podcast)

Society & Culture


রাজীবদার নাম আগেও দু একটা এপিসোডে বলেছি। রাজীবদা, মানে রাজীব পাঠক - একডাকে বসিরহাটের সবাই এই মানুষটাকে চেনে। সেটা অনেককেই চেনে । মজার ব্যাপার হল, রাজীবদা ও বসিরহাটের সবাইকে চেনে , তবে এখন হয়ত প্রায় সবাইকে চেনে বলতে হবে। কারন এই ভদ্রলোক অনেকদিন ধরেই আমেরিকার বাসিন্দা, এখনকার দু চারজনকে না চিনলেও চিনতে পারে। এই মানুষটাকে নিয়ে এপিসোড না, করলে একটা সিরিজ করতে হবে। তবে সেটা আজ না, আজ রাজীবদার লেখা একটা গল্প পড়ে শোনাবো। প্রথমেই একটা ডিসক্লেমার - ইউটিউব স্পটিফাইতে এখন দুর্দান্ত সব অডিও স্টোরি হচ্ছে। কিন্তু এটা শ্রুতি নাটক বা অডিও স্টোরি নয়। পুরোটা আমিই পড়ব। মহিলা চরিত্রগুলোও।  চা, কফি - যেটা পছন্দ , সেটা হাতে নিয়ে বসে পড়ুন আর চোখ বন্ধ করে শুনতে থাকুন, আর ভাবুন - আমি সৃজন, আপনার সামনে বসে আজ সৃজনের পডাবলীতে আপনাকে গল্প শোনাচ্ছি। --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/srijaner-podaboli/message