Religion & Spirituality
Sura Baqarah(Ayaat:53-86) narrated in Bengaliপবিত্র কুরআন হতে সূরা-বাক্বারাহ্ এর আয়াতঃ৫৩-৮৬ পর্যন্ত বঙ্গানুবাদ পড়েছি।সূরা-র এই আয়াত গুলোতে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে,সাবধান করা হয়েছে। অনেকদিন পর এপিসোড আপলোড করলাম।মাঝখানে এমন দীর্ঘ বিরতির জন্য আমি খুবই লজ্জিত।ভালো মাপের ঝামেলাকর অপারগতায় আটকে গিয়েছিলাম। আশা করি, ক্ষমা করবেন। পডকাস্টিং করছি প্রচুর ভুল-ভ্রান্তিসহ।জানি,শুধু ভুল গুলো কমিয়ে পথ চলতে থাকতে হবে।ক্রমাগত।আপনাদের ভালোবাসা, একান্ত কাম্য।