Fiction
আগের পর্বে বাগদেবীর বিবর্তনের নানা গল্প-কাহিনীর রেশ ধরেই আজকের পর্বে বসন্ত আগমনের প্রাক মুহূর্তে অর্থাৎ অলিখিত প্রেম মরসুমের কথা মাথায় রেখে একটু অন্যরকম প্রেমের বহিঃপ্রকাশ!? দেবীর আশীর্বাদে বাগ যন্ত্রের রমরমায় দাম্পত্য প্রেম একেবারে সাত পাকের বাঁধনে আঁচলের নিশ্চিন্ত ছায়ায়। নিজের ঘরের হাতা-খুন্তির ঠোকাঠুকি নিয়ে সরাসরি আপনার কানে? শুনে দেখুন তো এই সুপ্ত প্রেমের শব্দ লড়াই আপনার আঙিনায়ও গোলাবর্ষণ করে কিনা? দুরুদুরু বক্ষে একটাই অনুরোধ? নীতিবাক্য টি শুনে পুরুষবন্ধুরা রক্তচক্ষু হানবেন না plz আমি কিন্তু 'সুখী দাম্পত্যের চাবিকাঠি' টুকু শুধু হাতে তুলে দিয়েছি , উদ্দেশ্য আমার খুব মহৎ,সরব সুপ্ত প্রেমকে একটু উস্কে দেওয়া?। এই পর্ব কেমন লাগলো জানাতে পারেন voice message এর মাধ্যমে, voice message link :https://anchor.fm/soms-pal-dutta/message অথবা জানাতে পারেন mail করে somapal957@gmail. Com এ এই bengali podcast টি শোনা যায় anchor ও spotify সহ সকল audible platfom (apple podcast, google podcast, amazon music, hubhopper )গুলিতে | শুনতে থাকুন, শোনাতে থাকুন যখন খুশি, যেখানে খুশি আর ভালো লাগলে share করতে পারেন আপনার প্রিয়জনকে | আর হ্যাঁ, spotify তে গিয়ে আমার নামের পাশে থাকা bell icon press করে রাখুন নতুন এপিসোডের notification পেতে আর দিয়ে দিন আপনার মনের মতো rating star press করে |