শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র জীবনী । শুধাংশু রঞ্জন ঘোষ । পর্ব -৬

Share:

BONG MUNIKOTHA

Religion & Spirituality


শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র জীবনী । শুধাংশু রঞ্জন ঘোষ । পর্ব -৬ Bong Munikotha:  মুনি ঋষিদের জানা অজানা নানা কথা শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র জীবনী ও কথামৃত। শুধাংশু রঞ্জন ঘোষ পরম  দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের অমর জীবনীর অমর কথা ।। সারা  দেশে  যখন মহামারী কলেরা গ্রাস করে ফেলেছিল এই বাংলাকে তখন ত্রাতা হয়ে  এগিয়ে  এসেছিলেন সদ্য ডাক্তারী পাস করা এই পরম দয়াল । শ্রী শ্রী ঠাকুর  সর্বজীবে নিজের অস্তিত্ব এবং সর্ব প্রানেই ঈশ্বের অস্তিত্ব অনুভব করতে শুরু করেন । নাম নিয়েই তিনি বিভর হয়েই তিনি পরমাত্মার স্বাক্ষাত পেতে শুরু করেন একে একে রামকৃষ্ণদেব, স্বং মা কালী কিংবা শ্রী কৃষ্ণ কে  তিনি অনুভব করতে থাকেন নিজে নিজে ...তাই দয়া করে পরম দয়ালের অমর জীবনী কথা শুনুন ।। আপন জন দের মাঝে শেয়ার করতে   ভুলবেন না ।। সবাই ভালো থাকুন । সবাই সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন