Society & Culture
সান্ধ্যভাষা একদিন তোমার একটা গোটা সন্ধ্যার নাম হব আমি । আমি নেই । অথচ ছায়া হয়ে আমি .. ছেয়ে আছি আমি । একটা গোটা সন্ধ্যা সেদিন শুধুই আমিময়। কারণ আমি নেই …. ছেড়ে গেছি কোন জ্বলজ্বলে স্মৃতি নয়, কিছু স্তব্ধতা আর কোন অচেনা সুবাস । গোটানো হয়ে গেছে সান্ধ্য আসর । তুমি তখন রাজপথে … অতিন্দ্রীয় অনুভব 'আমি' হয়ে পায়ে পায়ে হাঁটছি তোমার । সেই চপলমতি রাধাভিমানী মেয়েটি ততক্ষণে লিখে রেখে গেছে ঠিকানায় নিরুদ্দেশ তার । তোমার মুখে তখন জীবনানন্দ ''এ পৃথিবী একবার পায় তারে ,পায় না'কো আর।'' অনুভব করলাম ক্রমশঃ তোমার পরাবাস্তবতার ভাষা হয়ে উঠছি আমি । চলে যাবার পর । -পারমিতা- রাতের ডেস্ক ২৬/২/২৩ --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/srijaner-podaboli/message