Society & Culture
না সে হাফ সেঞ্চুরি করেনি, নিদেন পক্ষে একটা ছয়? তাহলে একটা চার? তাহলে? কিচ্ছু না। তা সত্ত্বেও সে রাতে কলকাতার দুর্গ ইডেন গার্ডেন হলুদ শাড়ি পড়ে যেন চিপক সেজেছিলো এই একটা মানুষকে ওয়েলকাম জানাবে বলে, চেন্নাই এর ফ্যানেরাই 19 ওভারের শুরু থেকে প্রায় গলা ফাটিয়ে আবেদন করে যাচ্ছিলো অন্তত একটা উইকেট পড়ার, যাতে ব্যাট প্যাড পরে বেঞ্চে বসে থাকা এই মানুষটাকে শেষবারের মত ইডেনে অন্তত একটা বল হলেও খেলতে দেখা যায়! ভারতীয় ক্রিকেট যাকে ছাড়া অসম্পূর্ণ কিংবা ফিনিসিং নিয়ে লেখা বইয়ের প্রথম অধ্যায়েই থাকবে যার নাম। সে আর কেউ নয় ধোনি, মহেন্দ্র সিং ধোনি। যে মাঠে নামতেই কলকাতা, চেন্নাই দুটো দলের সমর্থকরাই গোটা স্টেডিয়াম জুড়ে চেঁচাচ্ছিলো 'ধোনি..ধোনি' বলে! Listen the full episode for more Mail us: thecornersit@gmail.com Instagram: https://instagram.com/thecornersit/