রক্তকরবী

Share:

Paru-Kotha by Paromita ... Bengali Podcast

Fiction


একটা ঠান্ডা কারাগার দেখতে পাচ্ছি । তার এক পাশে নাগপাশের মত শেকল নেমেছে। ওপর দিকে ধ্বজা। বৃত্তাকার নকশা উঁচু উঁচু হয়ে বসে হিলহিলে সাপের মতো ভয় দেখাচ্ছে যেন! ফুটে উঠছে একটা প্রেক্ষাপট। সময়টা যেন সর্বকালীন। একশ বছর আগেও যা ছিল , একশ বছর পরে সমান ভাবে সাম্প্রতিক ।নির্দিষ্ট কোন ক্যালেন্ডার বা ভূখণ্ডে সীমাবদ্ধ নয় এই কাহিনি। দেশ কাল সময়ের বেড়া ঠেলে অতি চেনা এক সমাজের কাহিনি হয়ে উঠেছে রক্তকরবী। একটা কালজয়ী নাটক রবীন্দ্রনাথের । পুরোটা জুড়ে মনে হয়, সর্বোচ্চ ক্ষমতার গা ঘেঁষটে দাঁড়ানো ন্যাড়া, এলোমেলো জড়োসড়ো কী ভীষণ মুমূর্ষু একটা ভূখণ্ডের বর্ণণা সেখানে । অথচ ‘রক্তকরবী’ যত বার এসেছে তত বারই এঁকে গেছে কোনও না কোনও ক্ষমতার মুখ আর তার ভাষা। তার দমন, তার শাসন। তার অবিচার। অত্যাচার। আর সেখান থেকে ফুঁড়ে বেরিয়ে আসা এক চিরাচরিত প্রেমময় মানবী যার নাম নন্দিনী । আজ কথা বলব সেই রক্ত করবীকে নিয়ে । ••• রবীন্দ্রনাথের নাটকের ক্লাসিকাল ঘরানা কোথায় যেন মিলে মিশে যায় সাম্প্রতিক সমাজের সঙ্গে, সমস্ত পৃথিবী জুড়ে ওমনই চলছে ,ক্ষমতার খেলা, শাসক দলের দাপটে চুপসে থাকা জনগণ .. সেটা সিরিয়াই হোক কিংবা ইউক্রেন .. ভারতের কাশ্মীর হোক কিংবা তালিবানের আফগানিস্তান ... একজন নন্দিনী চাই এই শোষণের পৃথিবীতে প্রেমের প্রতীক হয়ে ভালোবাসা বিলোনোর জন্য ..একজন রঞ্জন চাই নিয়ম ভেঙে নতুন মুক্তির আলোর জন্য । যুগে যুগে এমনটাই হয়। শতবর্ষ পরেও 'রক্তকরবী' তাই ফিরে ফিরে আসে । নন্দিনীকে আসতেই হয় রঞ্জনকে বার বার স্থাপন করার জন্য । কেমন লাগল জানতে চাই । তোমার অপেক্ষায় রইলাম ।