Fiction
দুটো বিশেষ অনুভব একই সাথে । হোলির রং এবং নারীসত্তার রং নিয়ে আমি হাজির আজ তোমার কাছে। আর সবটুকুইতো প্রকৃতির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে । নারীর রংও। তার মমতার রং,ভালোবাসার রং,ধৈর্য্যের রং,অভিমানের রং,তার ক্রোধের রং কিংবা মাতৃসত্তার রং সবটুকুই প্রকৃতিকে বাদ দিয়ে নয় । আজ তাই সেই বিশেষ উদযাপন নিয়ে তোমার সাথে নিবিড় ভাবে কিছু কথা । কখনো সেখানে ফাগুনের আগুন কিংবা কখনো অধিকার বোধের আগুন। হোলি মানে কামোৎসব নয় আর নারী মানেই দেবী নয় । আপন রং, আপন বোধ দিয়ে তৈরি হোক আপন ফাল্গুনী। সেই ভাবনা নিয়েই আজকের বিশেষ এপিসোড 'রচি মম ফাল্গুনী' ... কেমন লাগল জানিও । অপেক্ষায় রইলাম।