Religion & Spirituality
আপনি যদি প্রভু যীশুর জন্য কোনোকিছু অস্বীকার করেন তাহলে আপনি কোনমতে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। যদি আপনি তার বাধ্য হয়ে তিনি যেগুলো চান না সেগুলো যদি আপনার জীবন থেকে দূরে সরিয়ে ফেলে দেন সেই সমস্ত কিছু তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত বন্ধ রাস্তা এবং সমস্ত বন্ধ দরজা খুলে গিয়েছে যীশু নামে...