পোষাক বিভ্রাট/Poshak Bibvrat

Share:

মৌমিতার সঙ্গে মনের কথা।। মৌ-কথা

Miscellaneous


সম্প্রতি কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে তিনি কোথাও বেড়াতে গিয়ে সাঁতারের একটি পোষাক পরে নাকি সেই ছবি তাঁর সামাজিক মাধ্যমে পোষ্ট করেন।এই নিয়েই মৌকথার কিছু নিজস্ব কথা।