Fiction
এক মাথা ঝাঁকড়া চুল,ঠোঁটের কোণে অমলিন হাসি, গ্রিক ভাস্কর্যের স্থাপত্যের মতো টিকালো নাকে একটা সরু চশমা, এমন একটা রূপ থেকে সরাসরি মুন্ডিত মাথা নিয়ে ,মুক্ত ঝরা হাসি মেখে, ঠোঁটে হালকা লিপস্টিক, পরনে মানান সই গয়না এবং তাঁর নিজস্ব পচ্ছন্দের পোষাক পরিধানে অসম্ভব উজ্জ্বল এক রূপান্তর ঘটিয়ে ঋতু প্রকাশিত হল আমাদের মধ্যে । কিন্তু সেই প্রকাশকালে আমরা কতটুকু ছুঁতে পারলাম ঋতুকে ? না , মৃত্যুর দশ বছর পরেও ঋতুপর্ণ সমকামের শুধুই ব্যান্ড এমব্যসাডর ? যে কোন জায়গায় তার লিংগ সত্তাকে কি খুব বেশী করে দেখানো হয় না ? আজ থাকছে ঋতুকে নিয়ে,তার অভিমান নিয়ে দু'চার কথা ...