Education
পাউলা আর ফিলিপ শস্যখেতের সেই বৃত্তের রহস্য ভেদ করতে চায়৷ রাতের বেলা সেখানে গিয়ে তদন্ত করতে চায়৷ তারা যা আবিষ্কার করল তা থেকে প্রমাণ হয় না যে এটা পৃথিবীর বাইরের কারোর কাজ৷ শস্যখেতের মালিক রহস্যজনক বৃত্তগুলির ছবি তোলার জন্য পাঁচ ইউরো করে নিচ্ছে৷ ইতিমধ্যে পাউলা আর ফিলিপ রাতের বেলা জঙ্গলে থাকার ব্যবস্থা করেছে৷ খেতের ওপর নজর তাদের৷ উফো অর্থাৎ আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দেখার অপেক্ষা করছে তারা৷ কিন্তু তার পরিবর্তে দুজন একটা যন্ত্র নিয়ে সেখানে উপস্থিত৷ পর্যটকদের আকর্ষণ করার জন্য তারাই কি খেতের মাঝে বৃত্ত তৈরি করেছে? শেষ পর্যন্ত সত্যিই একটা উফো এল এবং তার ফলে দেখা দিল এক বিভ্রান্তিকর অবস্থা৷ শস্যক্ষেত্রের ঘটনা নিয়ে বিভ্রান্তির চেয়ে কম বিভ্রান্তিকর অবশ্য ক্রিয়াপদ "machen"৷ এই ক্রিয়াপদটি বহুমুখী৷ এর দ্বারা অনেক কিছু প্রকাশ করা যায়৷ আমাদের অধ্যাপক এই শব্দটির ব্যবহারের নানা রকম সম্ভাবনার কথা বলবেন৷