পাঠ ১৭ – শস্যখেতে বৃত্ত

Share:

Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

Education


শস্যক্ষেতে রহস্যজনক এক বৃত্ত দেখতে পাওয়া যায়৷ পাউলা আর ফিলিপ গেল তদন্ত করতে৷ এখানে কি কোন উফো নেমেছিল নাকি কেউ মজা করে এখানে লোকজনের ভিড় নামাতে চায়? আইহান যখন রেডিও ডি’র অফিসে এল পাউলা আর ফিলিপ তখন রিপোর্ট করতে বেরিয়ে গেছে৷ এক শস্যখেতে রহস্যজনক বৃত্ত আবিষ্কৃত হয়েছে৷ কেউ বলতে পারছে না কিভাবে এই বৃত্তগুলো সেখানে এলো৷ আমাদের দুই সাংবাদিকের মত অনেক ট্যুরিস্টও এই অস্বাভাবিক আকর্ষণীয় জিনিসটি দেখার জন্য সেখানে জড়ো হয়েছেন৷ আর ঐ গ্রামের বাসিন্দারা রহস্যজনক এই ঘটনা থেকে কি করে লাভবান হওয়া যায় তার উপায় বার করে ফেলে৷ এই হাঙ্গামার মধ্যে নানা রকমের স্বার্থ নিয়ে হাজির হয় বহু মানুষ৷ ট্যুরিস্টরা তাদের কৌতূহল নিবৃত্ত করতে চায়, সাংবাদিকরা চায় এই রহস্যের সমাধান করতে৷ আর কৃষকরা চায় অর্থ উপার্জন করতে৷ আজকের অনুষ্ঠানে কাল ও প্রকারগত নান সূক্ষ্মতা নির্দেশক ক্রিয়া wollen সম্পর্কে আপনারা বিশদ জানতে পারবেন৷