Education
গ্রিক পুরাণের ট্র্যাজিক নায়ক ইকারুস দুই সাংবাদিককেই মুগ্ধ করেছে৷ শ্রোতাবন্ধুরা কি জানেন ইকারুস কে ছিলেন? পাউলা আর ফিলিপ গল্পটি বলছে৷ একটি ছোট ছেলেকে ইকারুসের পোশাকে দেখে পাউলা আর ফিলিপের মাথায় একটা আইডিয়া এল৷ ওরা ঠিক করল গ্রিক পুরাণের কাহিনি নিয়ে একটি শ্রুতিনাটক করবে৷ গল্পটি এক তরুণকে নিয়ে, যে তার বাবা ডেডেলাস-এর কথায় কর্ণপাত করে না এবং শেষ পর্যন্ত উড়তে গিয়ে পড়ে যায়৷ সূর্যের কাছাকাছি যাওয়ার প্রলোভন সে কিছুতেই সামলাতে পারে না৷ বাবা মোম দিয়ে তার ডানা গড়িয়ে দিয়েছিল৷ কিন্তু সূর্যের এত কাছে চলে যায় ইকারুস যে তার ডানার মোম গলতে শুরু করে৷ ডেডেলাস তার পুত্রকে বলেছিল, "খুব বেশি উঁচুতে উড়ো না, খুব বেশি নিচুতে উড়ো না৷" আজকের অনুষ্ঠানে আমরা অনুজ্ঞা নিয়ে আলোচনা করব৷অনুরোধ, দাবি, সতর্ক করে দেওয়া অথবা নির্দেশ বোঝাতে অনুজ্ঞা ব্যবহার করা হয়৷ বাবার কথা শুনলে ইকারুস হয়ত ডানা ভেঙে পড়ে যেত না৷