পাঠ ১৩ – কার্নিভাল সোমবার

Share:

Radio D | জার্মান শিখুন | Deutsche Welle

Education


রেডিও ডি-র অফিসে প্রত্যেকেই যে কার্নিভাল নিয়ে উচ্ছ্বসিত এমন নয়৷ কম্পিউ-র দায়িত্ব হল দুই সাংবাদিককে ব্ল্যাক ফরেস্টে নিয়ে যাওয়া৷ সেখানে খুব ঘটা করে কার্নিভাল পালন করা হয়৷ জার্মানির কিছু কিছু এলাকায় বেশ জাঁকজমক করে কার্নিভাল উৎসব পালিত হয়৷ রেডিও ডি-র অফিসে কার্নিভালের এক পার্টিতে মতপার্থক্য দেখা দেয়৷ পাউলা ফিলিপ-এর প্রবল উৎসাহের সামিল হতে পারে না৷ ওর ডাইনির পোশাক পাউলার কাছে হাস্যকর মনে হয়৷ কার্নিভাল সম্পর্কে রিপোর্ট করার জন্য ওদের ব্ল্যাক ফরেস্ট পাঠানো হয়৷ ফিলিপ খুব খুশি৷ কিন্তু সেখানে কার্নিভআলের উন্মাদনায় ডাইনির পোশাকে লোকেরা গাড়ি চুরি করে৷ দুই সাংবাদিক এ নিয়ে রেডিওর জন্য সরাসরি রিপোর্ট করার চেষ্টা করে৷ কিন্তু প্রথমে সফল হয় না তারা৷ ডাইনিরা গাড়ি থেকে ফিলিপকে টেনে বের করে অপহরণ করে৷ জার্মান ভাষায় বাক্যে পদের ক্রম অবশ্য কার্নিভালের মত অত বিশৃঙ্খল নয়৷ আজকের অনুষ্ঠানে বাক্যে উদ্দেশ্য আর বিধেয় সম্পর্কে আলোকপাত করা হবে৷