Education
কোন কিছু বুঝতে না পারলে জিজ্ঞাসা করে নেয়াই সবচেয়ে ভাল৷ রেডিও ডি-র শ্রোতারা আগের অনুষ্ঠানগুলো সম্পর্কে যেসব প্রশ্ন করেছেন অধ্যাপক তার জবাব দেবেন৷ শ্রোতারা প্রশ্ন করছেন আর অধ্যাপক জবাব দিচ্ছেন প্রতিটি প্রশ্নের গভীরে গিয়ে৷ শ্রোতাদের জন্য এটা বিষয়বস্তু ও ভাষার জ্ঞান আরো শক্ত করার একটা ভাল সুযোগ৷ অথবা যা জানতে চান সে সম্পর্কে প্রশ্ন করারও এটা একটা ভাল সুযোগ৷ শ্রোতাদের প্রশ্নগুলো শুনুন: কোন্ সম্বোধন কোন্ পরিস্থিতির জন্য প্রযোজ্য? কখন du আর কখন Sie বলা হয়? কি করে আমি নিজের পরিচয় দেব? কখন নাম আর কখন পদবী ব্যবহার করতে হয়? প্রকারাত্মক অব্যয় "denn", "doch" এবং "eigentlich" -এর অর্থ কি? "nicht" আর "nichts" -এর মধ্যে তফাৎ কি?