পারুর পডকাস্ট

Share:

Paru-Kotha by Paromita ... Bengali Podcast

Fiction


তো যা বলছিলাম Miracle আবারও ঘটল । গেল সপ্তাহের এক ভর সন্ধ্যাবেলায় তা আবার প্রমাণিত হল । খবরটা প্রথম পুরুলিয়া থেকে সরাসরি ফোন করে জানালেন আমাদের বাংলা পডকাস্ট মাস্টার সৃজন, সৃজন কুন্ডু। যিনি না থাকলে এই পর্বগুলো তোমার হয়তো শোনাই হত না ।সৃজনের পর কলকাতা থেকে মৌমিতা এবং সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ঐশ্বর্য জার্মানি থেকে ফোন ... ব্যাপার কি ? ব্যাপারটা হল ইংরাজি, হিন্দী , তামিল, তেলেগু পডকাস্টদের সাথে লড়ে বাংলা পডকাস্ট তার নিজস্ব জায়গা করে নিয়েছে । সৃজন ঠান্ডা গলায় ফোনের ওপার থেকে বললেন? '' আপনি গ্রুপে কিছু দেখেন নি ?এক্ষুনি দেখুন ,mail চেক করুন । কি কান্ড ঘটিয়েছেন দেখুন । ' আমি হতবাক । সৃজনের থেকে জানলাম একটা কান্ড নাকি আমি ঘটিয়েছি। কি সেই কান্ড ? এখনও কেমন যেন স্বপ্নের মত মনে হয় । একটা নয় বেশ কয়েকটা ভালো খবর তোমাকে দেবার আছে । শুনবে তো? তোমাকে শোনাতেই তো এত আয়োজন , আর এই আনন্দের সবচাইতে বড় অংশীদার কিন্তু তুমি । তুমি খুশী তো ? আমায় জানিও । শুনে নাও তবে আজকে পারুর পডকাস্ট ...