O Ashbei [ New Episode ]

Share:

Listens: 1637

Rahasyer Aandhakare [Horror, Thriller & Fictional Podcast]

Fiction


কলেজ জীবন থেকেই নির্বাণ ও সুকৃতি পরস্পরকে ভালোবেসে ফেলে। কলেজ পাশ করে নির্বাণ একটি সরকারি ব্যাঙ্কে ম্যানেজার পদে চাকরি পায় এবং দুই পরিবারের সম্মতিতে তাদের ভালোবাসা বিবাহের মাধ্যমে এক পূর্ণতা পেতে চলেছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় কুসংস্কারাচ্ছন্ন গ্রাম্য ভাবধারা। নির্বাণের বাবা নেপালবাবুর জ্যোতিষী সুকৃতি কুষ্টি বিচার করে মঙ্গলের দোষ খুঁজে পায় এবং তা নিবারণের জন্য জ্যোতিষী ও দুই পরিবারের সকলে মিলে পৌঁছে যায় নির্বাণের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম, সুরিগঞ্জে। সেখানে পৌছে শুরু হয় সুকৃতির জীবনের এক ভয়াবহ অধ্যায়।

কী হয়েছিল???

সেই নিয়েই আমাদের এই গল্প প্রখ্যাত অলৌকিক গল্পের লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে “ও আসবেই”!!!!

আমাদের গল্পগুলি শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।

লিংক:- https://youtube.com/c/RahasyerAandhakare