Fiction
অথচ গ্যালেক্সি পর গ্যালেক্সি জুড়ে যেন গ্রামোফোন বাজছে ...গোটা ব্রহ্মান্ডময় সেই অনন্ত সঙ্গীত এর দর্শক বা শ্রোতা হিসেবে তুমি কি পুরোটাই মিস করে যাচ্ছো? ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে একসময় এই যে তোমার চুপ করে বসে থাকা ...মন খারাপের আঁকা বাঁকা ... সেখানে কি সঙ্গীত নেই ? কান পেতে দেখো, মনের চোখ মেলে দেখো ... কি বুঝতে পারছো? ঠিক বুঝতে পারবে তুমি যন্ত্র হয়ে যাও নি এখনও? পৃথিবীর আদ্যোপান্ত সঙ্গীত জুড়ে আছে । শুধু কান পেতে দেখো, মনের চোখ মেলে দেখো ... কোথায় নেই সঙ্গীত? সঙ্গীত দিবস পেরিয়ে এসে এমনটাই মনে হল । তোমার কি মনে হয় ? আমায় জানিও । অপেক্ষায় রইলাম।