"নস্টালজিয়ায় সহজপাঠ "

Share:

Listens: 0

Icche Uran ||ইচ্ছে উড়ান

Fiction


আমাদের সকলের শৈশব জুড়ে যে ছোট্ট বইখানি আজও স্ব মহিমায় বিরাজমান, যে বইটি ছাড়া আমাদের শৈশব প্রায় স্মৃতিহীন তা হলো বিশ্বকবি রচিত "সহজ পাঠ "|বঙ্গজীবনে সহজপাঠ একটি চিরন্তন রূপকথা ! স্মৃতির সরণি বেয়ে স্ব-রচিত কবিতায় আজকের পর্ব :নস্টালজিয়ায় সহজ পাঠ " | বিশ্বকবি কেমন শিশুর ওঁয়া ওঁয়া কান্নার স্বর কে' অ আ 'এর সাথে মিলিয়েছেন, সাহিত্যের সাথে তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কি অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছেন !তাইতো তিনি বিশ্বকবি | এমন জীবন দর্শন বোধহয় এতো সহজে একমাত্র ওঁনার পক্ষেই সাহিত্যে রূপদান সম্ভব | চিত্রশিল্পী নন্দলাল বসুর ছবিগুলি সহজ পাঠের অভিনবত্ব সৃষ্টির কালজয়ী এক অমর শিল্পকীর্তি | |আসলে রবীন্দ্রনাথ তো শুধু সাহিত্যিক বা বিশ্বকবি নন তিনি দূরদৃষ্টি সম্পন্ন, বিশ্লেষক, বিজ্ঞানমনস্ক গবেষকও বটে তার সাহিত্য কীর্তি ও মানসিক গবেষণার ফলশ্রুতি এই চিরন্তন শিশুকোষ | তাই তো বুদ্ধদেব বসুর মতে, "বাংলাভাষায় রত্নস্বরূপ এই গ্রন্থ যেন প্রতিভার বেলাভূমিতে সংক্ষিপ্ত ক্ষুদ্র নিটোল স্বচ্ছ একটি মুক্তো " সহজ পাঠের গল্প বা কবিতা আসলে আমাদের সাধারণ মানুষের রোজনামচার রূপকথা বিশেষ |আজও পড়তে বসলে মনটা যেন উদাস হয়ে কোন সুদূর পারে পারি জমায় |আমরা যেন মুখে সুর করে বলে চলা কবিতার সাথে সাথে দৃশ্যগুলিকেও মনের গভীরতায় উপলব্ধি করতে পারি আর আজীবনের জন্য বন্দি হয়ে থেকে যায় মনের মনিকোঠায় |এই প্রসঙ্গে প্রখ্যাত জীববিজ্ঞানী আইনস্টাইন সাহেবের একটি উক্তি খুব প্রাসঙ্গিক, "ইস্কুল কলেজে শেখা অংক, ইতিহাস, ভূগোল ইত্যাদি ভুলে যাবার পর যা বাকি থাকে তা হলো শিক্ষা "আর এখানেই সহজ পাঠের কৃতিত্ব ছাপিয়ে গেছে কালের সীমানা |আমাদের বয়স বাড়ার সাথে সাথে অনেক নতুন বই হয়তো মনে দাগ কেটে গেছে কিন্তু তাতে সহজ পাঠের অভিনবত্ব এতটুকু ম্লান হয়নি | তাই কবির সুরেই আম বাঙালির নষ্টালজিয়াকে ফিরে দেখি - ছোটো প্রাণ, ছোটো কথা ছড়া কবিতা গল্প গাঁথা নিতান্তই সহজ সরল ; শিশুমুখে সুরে তারা গড়ে দেয় জীবন চারা আজীবন শাশ্বত সম্বল নাহি জটিলতার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ | শৈশব তৃপ্ত রয় জীবন রবিময় শেষ হয়েও চিরন্তনী রেশ || বঙ্গজীবনে সহজ পাঠের চিরন্তন অনুভূতি নিয়ে স্ব- রচিত কবিতা -কথায় এই পর্ব কেমন লাগলো জানাতে পারেন voice message এর মাধ্যমে, voice message link :https://anchor.fm/soms-pal-dutta/message অথবা জানাতে পারেন mail করে somapal957@gmail. Com এ এই bengali podcast 'icche uran' (ইচ্ছে উড়ান )শোনা যায় anchor ও spotify সহ সকল audible platfom (apple podcast, google podcast, amazon music, hubhopper )গুলিতে | শুনতে থাকুন, শোনাতে থাকুন যখন খুশি, যেখানে খুশি আর ভালো লাগলে share করতে পারেন আপনার প্রিয়জনকে | আর হ্যাঁ, যারা আমার এই episode প্রথম শুনছেন মানে "ইচ্ছে উড়ান " কে প্রথম শুনছেন তারা spotify তে গিয়ে "icche uran " search করে আমার নামের পাশে থাকা bell icon press করে রাখুন নতুন এপিসোডের notification পেতে আর দিয়ে দিন আপনার মনের মতো rating star press করে |