Education
আনা ২০০৬ সালে ফিরে আসে৷ যাজক কাভালিয়ারকে লাল কপড় পরা মহিলাটি অপহরণ করে৷ যাজককে কোথায় বন্দি করে রাখা হয়েছে তা জানতে না পেরে আনা প্রাচীর পতনের রাত ১৯৮৯ সালের ৯ ই নভেম্বরের দিকে যাত্রা করে৷ ২০০৬ সালে ফিরে আনা পাউলের কাছ থেকে জানতে পারে যে যাজক নিখোঁজ৷ লাল কপড় পরা মহিলা তাঁকে অপহরণ করেছে৷ মনে হয় পাউল যাজক ও টাইম মেশিন সম্পর্কে আরো অনেক কিছু জানে৷ কিন্তু এ সম্পর্কে আলাপ করার জন্য হাতে সময় নেই৷ আনা ১৯৮৯ সালের ৯ ই নভেম্বরের সন্ধ্যার দিকে রওনা হতে রাজি হয়৷ সেখানে সে প্রাচীর পতন উপলক্ষে আনন্দ উল্লাসে ভরপুর এক শহর দেখতে পায়৷ এই হৈ চৈ এর মধ্যে আনা সবার অজান্তে সেই খাপটা নিয়ে আসতে চায়৷