মনের ভিতর ঘর

Share:

ভাবনারা যখন শব্দের বন্ধু হয়

Society & Culture


যতদূর যাবে চোখ, বল রাখবি হাতটা হাতের ওপর‌। কথা দে , দিগন্তের দিনান্তেও চোখ থাকবে স্বপ্নে বিভোর। আমি তো এখনও মায়ায় মায়ায় বাঁচি, বাসি ভালো তোকে আর ভাবি জাদুকর। তুইও কি এমন করেই জানিস্ আমায়? এই যে আমি করি তোর মনের ভিতর ঘর!