কৃষ্ণ সাগরের লুকোনো তথ্যের সন্ধানে - যা এক রূপকথা

Share:

হাতের মুঠোয় দুনিয়া- কৃষ্ণ সাগরে লুকানো তথ্যের সন্ধানে

Society & Culture


আমার এই প্রতিবেদনটা ইতিহাসের বইতে আর বর্তমানের দুনিয়াতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। এটা কোন গল্প নয়, এটা সত্য তথ্য। এটা একটা সাগর যার অবস্থান এশিয়ার ইউরোপের মাঝখানে, আমরা বাঙালিরা এই সাগর সম্বন্ধে খুব একটা জানিনা। সেই সাগর সম্বন্ধে জানা এবং সেই সাগরের গুরুত্ব এবং এই সাগর ইতিহাসে কি গুরুত্ব রেখেছে তা জানানো এবং এখনকার যে বড় বড় শহর এই সাগরের কাছে চিরদিনের ঋণী তা বোঝানোর চেষ্টা করা হয়েছে।