Keu Kotha Rakheni( কেউ কথা রাখেনি )

Share:

Listens: 0

Chandabani (Bengali poetry)

Arts


'কেউ কথা রাখেনি' সুনীল গঙ্গোপাধ্যায় কালজয়ী কবিতা। লেখক এখানে একটি ছেলের অনভুতি কে তুলে ধরেছেন , তার জীবনে বহু মানুষ তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল। একটা সময় পর ছেলেটি বুঝতে পারে তারা আর আসবে না সেই প্রতিশ্রুতি গুলো কে পূরণ করতে তার কাছে। ছোট বেলায় সপ্ন দেখা ছেলেটি এখন মনের ভারাক্রান্ত হয়ে পরে, সেই সব প্রতিশ্রুতি আর জীবনে ফেলে আসা কিছু কথা মনে পরেযায় তার। আশা করি আপনাদের কবিতাটি ভাল লাগবে , ভাল লাগলে আমার facebook id তে comment করে জানান। পড়ার আপনার কোন প্রিয় কবিতা শুনতে চাইলে আমাকে facebook এ comment করুন।  facebook Id: https://www.facebook.com/soham.chatterjee.395669