কে তুমি দূরের সাথি....

Share:

Paru-Kotha by Paromita ... Bengali Podcast

Fiction


প্রেমিকও নয়।তবু সে আসে, কখনো পাশে বসে নক্ষত্র ঝরা রাতে । আর তাঁর ছায়াখানি ফুটে ওঠে এ কায়াজলে। সে জল থেকে দু-আঁজলা ভরে রাখি পরবর্তী শস্য-আসরের জন্য। একে তুমি কী বলবে, ভালোবাসা? আমি তারে বলি বিষন্ন সমর্পণ .. সেই ঝাঁকড়া চুল কিস্তি টুপি পরা মানুষটাকে আমার এমনটাই বলতে ইচ্ছে হয় ।এক অদূর ভালোবাসায় যে মানুষটা দূরের আকাশের তারার মতই রয়ে গেল । ক্যালেন্ডার দেখি নি বলে প্রায় অজান্তেই চলে গেল ১১ জেষ্ঠ । কাজী নজরুলের জন্মদিন । পঁচিশে বৈশাখের মত ঐ দিনটিতে শাঁখ বাজে না, ১১ জেষ্ঠটা উৎসবের জানান সেভাবে দিয়ে যায় না । তবু বাঙালির মনে বিদ্রোহী কবি হিসেবে তাঁর ধ্বজা উড়তে থাকে । আজ এই মানুষটিকে নিয়েই Paru kotha by Paromita য় তোমার সঙ্গে একটা আড্ডা দেব , কারণ তাঁকে আর কোন ভাবে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য দেবার কথা আমার মনে পড়ছে না ।