কালবোশেখী

Share:

Paru-Kotha by Paromita ... Bengali Podcast

Fiction


আমি ঝড় বড্ড ভালোবাসি । তবে কি আমি destructive ...? একটা নিকষ কালো অন্ধকার আকাশ আমায় চুম্বকের মত আটকে রেখেছে । থেকে থেকে সাপের মত এঁকে বেঁকে বিদ্যুৎ খেলে যাচ্ছে আকাশের শরীরে । ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যাচ্ছে । একটা অবিশ্বাস্য প্রলয়ের দিকে চেয়ে ভাবছি পৃথিবীর শেষ দিনে কি এমন করেই প্রলয় নামবে ? তখন আমি কোথায় থাকব ? তাণ্ডব নৃত্য করছে প্রকৃতি নটরাজের মত । অথচ এই প্রলয়ের সুরে তাল লয় কিচ্ছুটি কেটে যাচ্ছে না । এরই মধ্যে সিম্ফনি সৃষ্টি হচ্ছে কি ? আমি হাঁ করে চেয়ে গিলে খাচ্ছি ভয়ঙ্করী প্রলয়ের রূপ । এই ভাবেই ভরা প্রলয় যখন চোখের সামনে নৃত্যরতা .. এক অদ্ভুত ভালো লাগা ছেয়ে গেল । মনে হচ্ছিল সারারাত ঐ প্রলয় চলুক । আর আমি মন ভরে ঝড় মাখি গায় । তখন যদি কেউ আমায় destructive আখ্যা দেয় দিক । আমি ভেসে বেড়াচ্ছিলাম ঝড়কে পতাকা মাথায় করে যার নাম কালবোশেখি । আকাশের বিকট কালোয় কোন ভয় ছিল না । ছিল এক অদ্ভুত মাদকতা মহাশূন্যের সঙ্গে মিশে যাওয়ার । ওই রাত ওই পৃথিবী ওই কালবোশেখি বড্ড কাছের মনে হচ্ছিল । এক অজানা অভিসার আমায় তাড়া করছিল .... তোমারও কি এমন কোন গল্প আছে কালবোশেখী কেন্দ্র করে ? থাকলে জানিও আমায় । অপেক্ষায় রইলাম।