Society & Culture
চিঠি লেখা যায় সান্টা ক্লস এর ঠিকানায়। আছে পোস্টাল অ্যাড্রেস ও। খ্রিস্টমাস এর সময় তাকে চিঠি লিখলে উত্তর দেন তিনিও। জানতে ইচ্ছা করছে তো সান্টা র বাড়ির ঠিকানা? তাহলে ঝটপট শুনে ফেলো আজকের এপিসোড। শুনে কেমন লাগলো জানিও আমাকে ভয়েস মেসেজ করে https://anchor.fm/sayantani-dey9/message এই ঠিকানায়। ইমেল ও করতে পারো sayantanijourno@gmail.com এই আইডি তে।