Hanabarir Khide

Share:

Listens: 1988

Ondhokarer Golpokotha

TV & Film


গল্পের ভূতেরা মাঝেমধ্যে বেশ ভয়ঙ্কর হয়৷সকলে সমানভাবে ভয় পায় না বটে, কিন্তু ভয়ের অনুভূতিটা বা রোমাঞ্চটা পাঠকদের বেশ প্রিয়। আর সেই ভয়টা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গল্পে খুঁজে পায়৷তবে এ'কথা মানতেই হবে ভূতের গল্পের পাঠক কিছু কম নয়! তেমনই দুই বন্ধু একটি ভূতের গল্প পড়ছিল৷ পড়তে পড়তে তাদের মধ্যে ভূতের অস্তিত্ব নিয়ে আলাপ আলোচনা শুরু হয়৷ আর সন্দেহ নিরসনের উপায় হিসেবে তারা বেছে নেয় কাছাকাছির মধ্যে থাকা একটি হানাবাড়িকে। সেই পোড়োবাড়িটিতে অভিযানে গিয়ে তারা কি সত্যিই ভূত দেখতে পেল? নাকি তাদের মনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচল কেটে গেল?