Episode_4, THE MIND

Share:

Listens: 0

GYANER GUTOW SONGE ABHISHEK, (Inspirational Bengali Podcast)

Education


নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক এর চতুর্থ পর্বে তোমাদের স্বাগত জানাই। এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ।  আজকের এপিসোড হল THE MIND, অর্থাৎ আমাদের মস্তিষ্ক, আমাদেরই মস্তিষ্ক অত্যন্ত জটিল একটি সফটওয়্যার এবং হার্ডওয়ার বন্ধু, এবং এই মস্তিষ্কের কাজ করার পদ্ধতিও ভীষণ জটিল, তবে জীবনে যদি সফল হতে হয় বা অন্য দশজনের থেকে আলাদা কিছু করতে হয় তাহলে এই মস্তিষ্ককে ভালো করে না জানলে সবকিছু ঘেঁটে ঘ হয়ে যেতে পারে, না মস্তিষ্ককে জানা মানে আমি তোমাকে মস্তিষ্কের ডাক্তার হতে বলছি না, তবে এই মস্তিষ্ক কি এবং এটা কিভাবে কাজ করে? সেই বেসিক রুলসটা তুমি যদি জেনে নিতে পারো তাহলে তুমি তোমার মস্তিষ্ককে ভালোভাবে ব্যবহার করতে পারবে, আমাদের মস্তিষ্ক মূলত দুটো ভাগে বিভক্ত থাকে, আর এই দুটো ভাগ নিয়েই যত ঝামেলা, যত টানা পড়ন, আমি কথা বলছি মন আর বুদ্ধির, মন কি আর বুদ্ধি বা কি, কিভাবে মনকে ছাপিয়ে বুদ্ধি কে জাগানো যায়? কিভাবে বুদ্ধি অব্দি তুমি তোমার স্বপ্নের কথাটা পৌছাতে পারবে, কিভাবে জেদি মনের উদ্ভট কার্যকলাপ থেকে নিজেকে সংযত রেখে এগিয়ে যেতে পারবে এই সমস্ত নিয়েই আজকের জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেকের চতুর্থ পর্ব THE MIND, আমি হলপ করে বলছি আজ এই এপিসোড শোনার পর তুমি তোমার ব্রেন কে অতি সহজেই বুঝে উঠতে পারবে, তাহলে শুনতে থাকো, আর হ্যাঁ শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলো না যেন, তোমরা আমাকে আমার INSTAGRAM অথবা FACEBOOK এ মেসেজ করে তোমাদের মতামত পরামর্শ বা অন্য যেকোনো বিষয় আমাকে সরাসরি জানাতে পারো, তোমরা তোমাদের নিজের পছন্দের বিষয়ে পডকাস্ট চাইলেও আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের পছন্দের বিষয়ে পডকাস্ট তৈরি করব। শুনতে থাকো জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ। --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/abhishek-dubey74/message