Education
নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ, আজ শুনবেন পঞ্চম পর্ব REACTION আমরা অনেক সময় রিয়েকশনকে অর্থাৎ প্রতিক্রিয়াকে প্রতিবাদের সাথে গুলিয়ে ফেলি, সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে অপরাধীরা আস্কারা পেয়ে বসবে, কিন্তু বন্ধু সবসময় প্রতিক্রিয়া দেওয়া টা কি আমাদের পক্ষে ভালো? না বন্ধু, প্রতিক্রিয়া দেওয়া বা না দেওয়া টা পুরোটাই আমাদের ওপর নির্ভর করে, অনেক সময় আমরা প্রতিক্রিয়া দিতে চাই না অথচ দিয়ে ফেলি, এবং তার ফলে আমাদের নিজের দৈনন্দিন জীবনে বিস্তর প্রভাব পড়ে, বিখ্যাত আমেরিকান শিক্ষানবিশ স্টিফেন কভে তার 90 10 প্রিন্সিপাল ফর্মুলায় এই বিষয়ে দারুন একটি তথ্য দিয়েছেন, তিনি বলেছেন আমাদের জীবন 10% যা আমাদের সাথে ঘটে, আর 90% যা আমরা সেই 10% এর ওপর প্রতিক্রিয়া দিয়ে থাকি, তাহলে কি ভাবে আমরা এই প্রতিক্রিয়া দেওয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি? কি কি উপায় অবলম্বন করতে পারি এই সমস্ত বিষয় নিয়েই আজকের পডকাস্ট REACTION তাহলে শুনতে থাকো আজকের পডকাস্ট সেশন, আর এই পডকাস্ট সমন্ধে কোনো পরামর্শ থাকলে মন খুলে আমাকে জানাতে পারো আমার INSTAGRAM অথবা FACEBOOK এ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলেও আমাকে সরাসরি জানাতে পারো। --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/abhishek-dubey74/message