EPISODE - 9, HOW TO BE HAPPY? (কিভাবে খুশি থাকতে হয়)

Share:

Listens: 0

GYANER GUTOW SONGE ABHISHEK, (Inspirational Bengali Podcast)

Education


জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক, এটা মনের জটিল অলিগলির সহজ গুগল ম্যাপ। নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো অভিষেকের নবম পর্বে তোমাদের স্বাগত জানাই, আজকের পডকাস্ট সেশনের বিষয় How To Be Happy? অর্থাৎ কিভাবে খুশি থাকতে হয়, বন্ধু আমরা মুখে বলি যে আমরা খুশি আছি, কিন্তু আমরা কি খুশি থাকতে পারি সবসময়? অনেক সময় আমাদের খুশি থাকার ভান করতে হয়, কিন্তু কেন? খুশি থাকতে হলে আমাদেরকে এত স্ট্রাগল করতে হয় কেন, দুঃখ পেতে কষ্ট পেতে রাগ করতে আমাদের কোন কষ্ট হয় না, আমরা খুব ইজিলি কারো উপরে রাগ করতে পারি হিংসা করতে পারি দুঃখ পেতে পারি, কিন্তু যত প্রবলেম হয় খুশি থাকার বেলায়, কেন? এমন কি কোনো উপায় আছে যা দিয়ে আমরা খুশি থাকার চাবিকাঠি পেতে পারি? নিশ্চয়ই আছে বন্ধু, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং বিস্তারিত আলোচনা নিয়ে জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেকের নবম পর্ব, how to be happy? বন্ধু আমি হলফ করে বলতে পারি যে আজকের সেশনটা শোনার পর তোমরা খুশি থাকার সেই গোপন চাবিকাঠি টাও পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে অবশ্যই শেষ অব্দি শুনবে পডকাস্ট টা, এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই পডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম https://www.instagram.com/abhishekdubey27 https://m.facebook.com/abhi723121 --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/abhishek-dubey74/message