Education
নমস্কার বন্ধু, জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেকের ষষ্ঠ পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ কথা বলব HEALING POWERS বা নিরাময় শক্তি নিয়ে। আজকের পডকাস্ট টি অত্যন্ত ডিপ বা গভীর, আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা সচরাচর শুনতে অভ্যস্ত নই, অর্থাৎ প্রচলিত চিন্তাধারার বাইরের কিছু কথা। বন্ধু আমাদের মস্তিষ্কের অনেক হিডেন ফিচারস বা গুপ্ত ক্ষমতা আছে যা আমরা জানিনা, কারণ এর সম্বন্ধে কখনো কেউ আমাদের আলোচনা করেনি, আজকাল বাজারে একটা মোবাইল কিনলেও তার সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়, অর্থাৎ সেই ডিভাইসটিকে অপারেট করবার জন্য একটি গাইড, কিন্তু আমাদের মস্তিষ্ক বা ব্রেন এত পাওয়ারফুল একটি হার্ডওয়ার এবং সফটওয়্যার তার সাথে কোন রকম ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া হয়নি, তাই এর অনেক ক্ষমতা সম্বন্ধে আমরা অবগত নই, তেমনি একটি ক্ষমতা হল নিরাময় শক্তি বা HEALING POWERS. আমাদের মস্তিষ্ক অনেক সময় কনফিউজড হয়ে নিজেরই নিজের ক্ষতি করতে আরম্ভ করে, নিজেই কিছু রোগ সৃষ্টি করতে শুরু করে, এই প্রক্রিয়াকে অটো ইমিউন ডিজিজ বলা হয়। কিন্তু কেন আমাদেরই মস্তিষ্ক আমাদের ক্ষতি করে? কিভাবেই বা ক্ষতি করে? এবং কিভাবে সেই ক্ষতিকে হিলিং পাওয়ার বা নিরাময় শক্তি দিয়ে ঠিক করা যায়? এই সমস্ত প্রশ্ন নিয়েই আলোচনা করা হয়েছে আজকের পর্বে। এই পর্বটি জ্ঞানপিপাসুদের কাছে অত্যন্ত ইনফরমেটিভ একটি পর্ব হবে। তোমরা অবশ্যই শেষ অব্দি শুনবে, এবং শুনে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবে না যেন, এই ব্রডকাস্ট সম্বন্ধে কোন পরামর্শ থাকলেও আমাকে জানাতে পারো নির্দ্বিধায়, যদি অংশগ্রহণ করতে চাও জ্ঞানের গুঁতো সঙ্গে অভিষেক পডকাস্ট অনুষ্ঠানে তাহলেও আমাকে জানাতে পারো, আমি কথা বলব তোমাদের সাথে সরাসরি। আমার instagram এবং facebook আইডি আমি নিচে দিয়ে রাখলাম https://www.instagram.com/abhishekdubey27 https://m.facebook.com/abhi723121 --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/abhishek-dubey74/message