Society & Culture
আমরা বাঙালিরা ভোজন রসিক মানুষ। খেতে আর খাওয়াতে আমরা ভীষণ ভালোবাসি। সে সিঙ্গারা হোক বা বিরিয়ানি, ইলিশ মাছ হোক বা খিচুড়ি। কিন্তু এইসব খাবারেরও ছোট্টো ছোট্টো অজানা গল্প আছে। এইসব গল্প নিয়েই আমার সাথে একটু আবোলতাবোল গল্প করবেন নাকি? তাহলে নির্দ্বিধায় চলে আসুন আমার স্বাদের বৈঠকখানার আড্ডায়। চেনা খাবারের অজানা গল্প।একসাথে আড্ডা মারবো। আর হ্যা,অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার mail id তে জানাতে ভুলবেন না প্লিস। আবিরার সঙ্গে আবোলতাবোল গল্পের ডালিতে । basak.abira@gmail.com