Duarsini Bandhdi / Offbeat Purulia / Part 4

Share:

Srijaner Podaboli (Bengali Podcast)

Society & Culture


পুরুলিয়ার এই অফবিট জায়গার গল্প বলব এই সপ্তায়, সৃজনের পডাবলীতে । ম্যাপে কিন্তু চট করে খুঁজে পাবেন না।যে বইগুলোর নাম বলেছি অফবিট পুরুলিয়ার আগের তিনটে এপিসোডে, সেখানেও এর উল্লেখ নেই । নিজের অভিজ্ঞতার অতিপ্রাকৃত ঘটনার কথা শোনাব । শুনবেন ? লোকেশনটা ঝালদা থেকে কালিমাটি মোড়ের মধ্যে কোথাও , আরো স্পেসিফিক্যালি বললে জারগো আর কালিমাটির মধ্যে , গুগল ম্যাপে ম্যাক্সিমাম zoom করে পাচ্ছি জায়গার নাম বান্ধডি।  দেবী দুয়ারসিনি, অখন্ড মানভূম শুধু নয়, পুরো রাঢ় বাংলাতেই ছড়িয়ে আছেন। দুয়ারসিনি বা দ্বারবাসিনী, প্রচলিত লোক দেবতা। ফিজিক্যাল রূপ সেভাবে পাওয়া যায় না , বাংলার আরো অনেক লোক দেবতার মতন, পাথরেই পুজো হয়। যদিও কোথাও কোথাও দেবী দুয়ারসিনি, দেবী দুর্গার সাথে বা দুর্গার শেপে মিশে গেছেন। কেমন লাগল আজকের এপিসোড ? ভালো লাগলে এপিসোডের লিংক বন্ধুবান্ধবের সাথে ফেসবুকে , whatsapp এ শেয়ার করতে পারেন।  তাহলে আপনার কোন বন্ধু , আত্মীয় বা পরিচিত কেউ, যে ঘুরতে ভালোবাসে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এলে একটা নতুন ঘোরার জায়গা পেয়ে যাবেন।  আর এরকম আরো এপিসোড শুনতে চাইলে, যেখানে শুনছেন এই এপিসোড, সেখানে ফলো, সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন , তাহলে নতুন এপিসোড এলে মিস হয়ে যাবে না।  Location: https://goo.gl/maps/5wjCgcKTKXWsEpcY6 --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/srijaner-podaboli/message