Technology
Digital Sextortion : এই এপিসোডটা আরো আগে হওয়া উচিৎ ছিল। আমরা যারা চার পাশে কি হচ্ছে একটু আধটু বুঝতে পারি , কেউ ফোন করে কার্ড নাম্বার, OTP চাইলে হয় ফোন রেখে দেই বা ভুল ভাল কার্ড নাম্বার বলে মজা করি , তারাও , এই ফ্রডের শিকার হলে অসহায় হয়ে পড়ি এবং ভয়ে ক্রিমিনালদের দাবী মতন টাকা দিয়ে ফেলি। আমি নিজে আমার পরিচিত দুজনকে এর শিকার হতে দেখেছি। Sextortion এর এই টপিকের দুটো ভাগ আছে। একটা physical একটা ডিজিটাল। প্রথমটা এই পডকাস্ট কভার করছে না। এই পডকাস্টে কেবল ডিজিটাল অংশ নিয়েই কথা হবে। কিন্তু দুটি ক্ষেত্রেই যিনি শিকার হচ্ছেন, তিনি মানসিক ও আর্থিক বিড়ম্বনার মুখোমুখি হন। প্রথম ক্ষেত্রে এর সাথে অপ্রীতিকর শারীরিক পরিস্থিতি ও থাকে। এই পডকাস্টের প্রায় পাঁচ শতাংশ শ্রোতার বয়স সতেরোর কম, তাই সচেতন ভাবে ফিজিক্যাল অংশটা এড়িয়ে গেলাম। অভিভাবকদের অনুরোধ করব আপনার সন্তানের maturity অনুযায়ী এটা নিয়ে আপনার সন্তানের সাথে কথা বলুন যাতে কখনো এরকম পরিস্থিতির শিকার হলে, ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ নিতে পারে। নমস্কার, আমি সৃজন। আজ ডিজিটাল সেফটি পডকাস্টে কথা বলছি ফ্রডের নতুন ট্রেন্ড Digital Sextortion নিয়ে ।