Technology
স্পটিফাই এর প্রথম কলকাতা ইভেন্ট । এসো পডকাস্ট শিখির পুরস্কার মঞ্চ । কখনো কখনো জীবনে অবাস্তব ঘটনা ঘটে , স্বপ্নকে বাস্তবের থেকে বেশি বাস্তব বলে মনে হয় । বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এরকমই একটা দিন । মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন মীর , ত্রিদিব চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চ্যাটার্জী , গৌরব চক্রবর্তী , ধ্রুবন্ক বৈদ্য ( স্পটিফাই ইন্ডিয়া হেড, পডকাস্ট ) । ছবিতে যাদের দেখা যাচ্ছে না , তারা হলেন ইন্দ্রানী চক্রবর্তী , পত্রভারতী র এষা চ্যাটার্জী , গৌরব তপাদার , পৌলমী নাগ । এনাদের কারোরই পরিচয় দেওয়ার দরকার নেই, সেই যোগ্যতাও আমার নেই । এনারা বিচার করে Digital Safety কে প্রথম পুরস্কার দিয়েছেন । এত বড় সম্মান , আমি একদিন পরেও বিশ্বাস করতে পারছি না । আমার থেকে কয়েকগুণ বেশি ভালো পডকাস্ট এই প্রতিযোগিতায় ছিল , টপ 73 টা লং লিস্টের অনেক পডকাস্ট আমি শুনেছি । আমাকে বিচার করতে বললে আমি টপ 10ই বাছতে পারতাম না। নিজেকে প্রথম কেনো, টপ টেনেও রাখতাম না । অরিজিৎ সিং প্রতিযোগিতায় প্রথম হন নি, টপ 3 তেই থাকেন নি । তাই প্রতিযোগিতার ফল শেষ কথা নয় । আমার যে বন্ধুরা পুরস্কার পেলেন না , তাদের আবারো বলব , এই পুরস্কার আমার একার নয়। এসো পডকাস্ট শিখিতে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই আমাদের প্রত্যেকের । স্টেজে দাঁড়িয়ে পার্থ কথা হারিয়ে ফেলেছিলেন , আর আমি বেশি বকবক করেছিলাম । কিন্তু এই যে কথাটা বলেছিলাম , এই প্রাইজ আমাদের প্রত্যেকের এটা একদম মন থেকে বলেছিলাম , আবারো বলছি । পুজো সবার ভালো কাটুক ।