Technology
AADHAAR Pay: Biometric Theft এই এপিসোডটা বাকি এপিসোড গুলোর থেকে একটু আলাদা। আগের অন্য এপিসোড গুলোয় সুরক্ষার জন্য মূলত পাসওয়ার্ড , OTP বা মোবাইল ফোনের সুরক্ষার কথা বলা হয়েছে। একটু সতর্ক থাকলে , ফোন করে কেউ বোকা বানানোর চেষ্টা করলে একটু মাথা ঠান্ডা রেখে সেটা এড়ানো যায়। কিন্তু আজ যেটা নিয়ে কথা হবে, আধার এবং বায়োমেট্রিক অর্থাৎ হাতের ছাপ, চোখের মণি ডিজাইন এগুলো কোনো ভাবে পাল্টানো যায় না। তাই এই তথ্য, অন্যের চলে গেলে সেই ভুল শোধরানোর সুযোগ নেই। ডিজিটাল সেফটি পডকাস্টে আজ আমরা কথা বলছি আধার ও বায়োমেট্রিক থেফ্ট নিয়ে।