"ভালোলাগা কবি ও কবিতায়"

Share:

Listens: 0

Icche Uran ||ইচ্ছে উড়ান

Fiction


জন্ম কোলকাতায়। ফলিত গণিতে স্নাতকোত্তর এবং বিজ্ঞানে পি,এইচডি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পোষিত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক। ছোটোবেলা থেকেই কবিতা লেখার হাতেখড়ি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হতো। সম্প্রতি ‘অপ্রকাশিত’ ও ‘অচেনায় চেনা’ নামক দুটি কবিতার বই যথাক্রমে ‘প্যাপিরাস’ ও ‘২৪ X ৭ পাবলিশিং হাউস’ থেকে প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে ভারত সরকারদ্বারা ‘জাতীয় শিক্ষক’ সম্মানে ভূষিত । এছাড়াও অনান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্মানে সম্মানিত । বর্তমানে বাংলা ও ইংরেজী সাহিত্য নিয়ে গবেষণামূলক পড়াশুনা । ইতিমধ্যে ইংরেজী সাহিত্যে দুটি আন্তর্জাতিক জারনালে লেখা প্রকাশিত হয়েছে। জার্মানির একটি প্রকাশনা সংস্থা ইংরেজী কবিতার বই ছাপতে প্রস্তুত । আদ্যন্ত এমন সাহিত্যপ্রেমী আমার পরম শ্রদ্ধেয় sir Dr.Sahadeb Bandyopadhyay এর কবিতা নিয়ে আজকের"icche Uran" (ইচ্ছে উড়ান) এর এই সপ্তাহের নতুন episode। কেমন লাগল আজকের পর্ব জানাতে পারেন voice message এর মাধ্যমে,voice message link:https://anchor.fm/soms-pal-dutta/message