ভালোবাসা, না চাহিদা?

Share:

গপ্পো-সপ্পো : শুধুমাত্র বাঙ্গালীদের জন্য

Society & Culture


হাই শ্রোতাবন্ধুরা
তোমরা জানো কি, ভালোবাসার দ্বিরূপতা আমাদের চতুর্দিকে অল্পবয়সীদের কে গ্রাস করছে দিনে দিনে। মানুষ হারিয়ে ফেলছে আশা,ভরসা ইত্যাদি। ক্ষনিকের ভালোবাসা নিয়ে আসছে তুমুল ভাঙ্গন সংসারে।
তাই, ভালোবাসার আগে পরখ করে নিন,অপরজন আপনাকে কেমন চোখে দ্যাখে ,''প্রিয়জন,নাকি শুধুমাত্র প্রয়োজন'।
পডকাস্টটি শুনুন ও শোনান।