Fiction
এখানে বর্ষবরণে অনেক কিছুই নেই । তবে অনেক কিছুই আছে । নববর্ষের সকালে মাঙ্গলিক শোভাযাত্রা নেই,কিন্তু আছে সেই সকালে দৈ চিড়া আর চালের পিঠের ঘ্রাণ, ঘরের চত্বরে বা পথে পথে আল্পনা আঁকা নেই ,তবে দিকে দিকে রয়েছে কপৌ ফুলের নিপুণ তুলি, উৎসবের ভীড়ে লাল পাড় সাদা শাড়ীর স্নিগ্ধতা নেই কিন্তু আছে মুগা রং আর লালের অলৌকিক সোনালী । বৈশাখ আর বহাগ কখন যে এক হয়ে গেছে বুঝতেই পারি নি । এই নেই আর আছের মোহনায় এই মুহূর্তে দাঁড়িয়ে বড় তৃপ্ত বোধ করছি । যা ছিল ঐ মুহূর্তেই ছিল, যা থাকবে ঐ মুহূর্তেই থাকবে আর যা আছে তা এই মুহূর্তেই আছে । কালের রথ তবে এগিয়ে চলুক, আমরা সময়ের হাত ধরে, অনুভবের হাত ধরে, অভিজ্ঞতার হাত ধরে চলো নেক্সট স্টেশনের দিকে এগিয়ে যাই .. এখান থেকে আবারো জানালাম তোমায় শুভ নববর্ষ আর বহাগ বিহুর শুভেচ্ছা । ভালো থেকো তুমি । সব শুভ হোক ।