Society & Culture
আমরা আগুন আবিষ্কার, চাকা আবিষ্কার, মোটর গাড়ি আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার দেখিনি। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালু হওয়া দেখলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমি মজা করে, ভেজাল বুদ্ধি বলি, সেটা কিন্তু বেশ কিছুদিন ধরেই buzz word . অনেকেই অনেক কিছু বলছেন এটা নিয়ে। মানব সভ্যতা নাকি ধ্বংস হয়ে যাবে। সব চাকরি নাকি খেয়ে নেবে। কিন্তু সত্যিই কি তাই ? সেটা নিয়েই আমি সৃজন , আমার পডকাস্ট সৃজনের পডাবলীতে আড্ডা দেব আজ। এই পডকাস্ট স্পটিফাই, গুগল পডকাস্ট, apple পডকাস্ট, প্রাইম মিউজিক, জিও সাবন, গানা এরকম সবকটা লিডিং অডিও প্লাটফর্মে শোনা যাচ্ছে। সাথে আমার ইউটিউব চ্যানেল - সৃজন কুন্ডু , সেখানেও শোনা যায়। --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/srijaner-podaboli/message