Religion & Spirituality
Anukulchandra জীবনী ও কথামৃত । সুধাংশু রঞ্জন ঘোষ । Part - 7 Bong Munikotha: মুনি ঋষিদের জানা অজানা নানা কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র জীবনী ও কথামৃত। শুধাংশু রঞ্জন ঘোষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের অমর জীবনীর অমর কথা ।। সারা দেশে যখন মহামারী কলেরা গ্রাস করে ফেলেছিল এই বাংলাকে তখন ত্রাতা হয়ে এগিয়ে এসেছিলেন সদ্য ডাক্তারী পাস করা এই পরম দয়াল । শ্রী শ্রী ঠাকুর অসংবেদন শীল মানুষ, সমাজে বয়েযাওয়া মানুষ, সমাজে ঘৃণিত অবহেলিত নেশাগ্রস্ত দুঃশ্চরিত্র দের সমাজের মুলস্রোতে ফিরিয়ে এনে নতুন এক জীবন দান করলেন পরম দয়াল .কবীর সাহেবের জীবনীতে ঘোটে যাওয়া সমাজের ততকালীন চক্রান্ত থেকে কিভাবে নিজের আদর্শ প্রচার করে চক্রান্তের বেড়াজাল ছিন্ন করেন তাও বলেন পরম দয়াল . ১ম বিশ্বযুদ্ধের সময় অসহনীয় মানবতার হত্যায় দয়ালের হৃদয়ে রক্ত ক্ষরন হত তাঁর প্রমান আমরা এই পর্বে শুনতে পাবো, .তাই দয়া করে পরম দয়ালের অমর জীবনী কথা শুনুন ।। আপন জন দের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।। সবাই ভালো থাকুন । সবাই সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন শুনতে থাকুন