আমার রবি

Share:

Paru-Kotha by Paromita ... Bengali Podcast

Fiction


তোমার জন্মদিনে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকতে চাইনি । তোমার ছবি ঠাকুর ঘর থেকে তুলে এনে শয়ণ গৃহে রেখেছি । যেখানে কোন আড়াল আবডাল নেই । যেখানে তুমি একান্ত আমার । শুধু মাত্র আমার রবি ...আমার কাছে । তোমাকে ছুঁতে পারি নি কখনো । তবু না ছুঁয়েও তুমি এতটাই ছুঁয়ে আছো যে এই জীবনে আর কেউ ততটা আমায় ছুঁতে পারবে না । শ্রদ্ধায় ,ভালোবাসায়, আলিঙ্গনে তোমায় বুকে রাখলাম । ইতি এক সাধারণ মেয়ে যাকে তুমি নন্দিনীর রূপ দিয়েছ ।